সিরাজগঞ্জে ট্রাকচাপায় মনিকা আক্তার মৌ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিকা আক্তার রাজশাহীর চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের মো. আশিকুর রহমানের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিদ বলেন, সকালে রাজশাহীর চীরকুন্ডী এলাকা থেকে মনিকা আক্তার স্বামী মো. আশিকুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় মহাসড়কের মুলিবাড়ী নামক এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা আরও একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মনিকা রাস্তায় পড়ে যান।
এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকচাপা দিলে মনিকা আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাস্তার পাশে রাখে ও মোটরসাইকেল দু’টি জব্দ করে।
তবে ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও জব্দ করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমকেএইচ