গোপন বৈঠক করার সময় নাটোরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) ভোরে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে একটি বাড়িতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।
এসজে/এমকেএইচ