দেশজুড়ে

মির্জাপুরে মাইক্রোবাসচাপায় প্রাণ গেল পথচারীর

টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসচাপায় জিয়ারত শিকদার (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জিয়ারত শিকদার উপজেলার পাকুল্যা পূর্বপাড়া গ্রামের মৃত কালু শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সোয়া ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় জিয়ারত শিকদার মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম এরশাদ/আরএইচ/এএসএম