চাঁপাইনবাবগঞ্জে আগাম বাজারজাত করায় ২৮ মণ আম ধ্বংস করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে জব্দকৃত ২৮ মণ আম ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত আমগুলোর মধ্যে রয়েছে- খিরসাপাত, গুটি, ন্যাগড়া ও গোপালভোগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের উপস্থিতিতে এসব আম ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ৪৫ ক্যারেট আম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আমের মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ধ্বংসকৃত আমগুলো ট্রাকযোগে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল।
এএইচ/জিকেএস