দেশজুড়ে

বগুড়ায় ৪০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়ার শিবগঞ্জে ৪০০ ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টায় উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ঘাগুরদুয়ার পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান পল্লব (৩০), আফজাল হোসেনের ছেলে রিপন মিয়া (২৭), বুলু মিয়ার ছেলে রায়হান মিয়া (২৮) ও ফজলার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাগুরদুয়ার স্ট্যান্ডের চায়ের দোকান থেকে চার যুবককে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছে ১০০টি করে ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এসএমএম/এমএস