সিরাজগঞ্জ ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২১ মে) রাতে সদর উপজেলার শিয়ালকোলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শাহাপাড়া এলাকার মৃত দেলবার প্রামাণিকের ছেলে আব্দুস সোবহান (৩২) ও বিলধলি (কামারপাড়া) এলাকার মৃত করিম সেখের ছেলে সিএনজিচালক মাসুদ রানা।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার রানা জানান, শুক্রবার রাতে শিয়ালকোল আমতলা বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে পুরাতন একটি সিএনজি, দুইটি মোবাইল ফোন ও ১১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস