বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম রিকোকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মে) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে রিকোকে গ্রেফতার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ছাত্রদল নেতার মনিরুল ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালের বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় আদালত থেকে পরোয়ানা জারি ছিল। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ