দেশজুড়ে

মোংলা বন্দরে ট্যাঙ্কারে লাগা আগুনে একজনের মৃত্যু

মোংলা বন্দরে জেটি এলাকায় ওটি সি লিংক নামক তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. লাল মিয়া (৫২)। তিনি ওই জাহাজের গ্রিজার ছিলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৩ মে) দুপুর দেড়টায় মোংলা বন্দরে আসা তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সি লিংকে’ আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা মো. ইয়াছিন (৫০) ও মো. লাল মিয়া অগ্নিদগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বন্দর কর্তৃপক্ষের ‘সুন্দরবন’ নামক একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিদগ্ধ দুজনকে বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে খুলনা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পোঁছানোর সময় লাল মিয়া মারা যান। দগ্ধ ইয়াছিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এরশাদ হোসেন রনি/এসআর/এমকেএইচ