বুকের ব্যথাজনিত অসুস্থতায় এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
রেজাউল করিম চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির বাসিন্দা মৃত নুর আহম্মদের ছেলে। তিনি অর্থঋণ মামলায় ২৫ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘গতকাল (রোববার) রেজাউল করিম নামে এক হাজতি অসুস্থতা বোধ করলে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে আজকে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
মিজানুর রহমান/এআরএ/এমএস