দেশজুড়ে

বঙ্গোপসাগরে বিকল হওয়া জাহাজের ১২ ক্রু অক্ষত উদ্ধার

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হওয়া পাথরবোঝাই এম ভি সানভ্যালি৪ জাহাজের ১২ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ মে) দুপুর ১টার দিকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারের সহযোগিতায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধর করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার হাছনাবাদের উদ্দেশে যাচ্ছিল পাথরবোঝাই জাহাজটি। হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় পৌঁছালে পানির প্রচণ্ড চাপে জাহাজটি বিকল হয়ে পড়ে।

ক্রু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এম ভি সানভ্যালি৪ জাহাজের নাবিক মো. আশরাফুল আলম জানান, ১২ জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাহাজটি এখন নিরাপদ অবস্থায় রয়েছে।

এসআর/এএসএম