পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা শামীম হোসেন (২৩) চিকিৎসাধীন অবস্থায় এবং যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী এনামুল মন্ডল (৪৫) মারা গেছেন।
শামীম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২৬ মে) সকালে আর এনামুল মন্ডল ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে মারা গেছেন। শামীম হোসেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সরদার পাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে।
তিনি ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এবং সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গরু ব্যবসায়ী এনামুল মন্ডল ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি আনন্দ বাজার এলাকার খুদু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে ঈশ্বরদীর মুলাডুলির শেখপাড়া হতে দাশুড়িয়া- রাজশাহী মহাসড়কে নছিমনযোগে গরু নিয়ে যাচ্ছিলেন এনামুল মন্ডল। সরাইকান্দিতে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস (এসবি পরিবহন) একটি বাসের সঙ্গে তাদের নছিমনের সংঘর্ষ হয়।
এ সময় নছিমনে থাকা গরু ব্যবসায়ী এনামুল ও নসিমনচালক উকিল উদ্দিন (৬০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক এনামুল মন্ডলকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা শামীম হোসেন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন।
শামীমের চাচাতো ভাই মাহমুদুল হাসান জানান, ঈদুল ফিতরের পর দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ গত সোমবার শামীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টায় সরদারপাড়া ঈদগা মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
আমিন ইসলাম/এমআরএম/এমএস