চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া আরও ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ধাপে ভাগ হয়ে দেশে প্রবেশ করেন তারা।
সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার জাফর ইকবাল বলেন, প্রত্যেক যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর হোটেলে রাখা হয়েছে। যাত্রীদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ভারত থেকে আসাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৮০ বাংলাদেশি ফেরত এসেছেন।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস