নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৬ মে) কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
দলের দফতর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশ ক্রমে নাফিউল ইসলাম অন্তরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত সোমবার নাফিউল ইসলাম অন্তর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের ওপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করাসহ সরকারি কাজে বাধা এবং প্রাণ নাশের হুমকি দেন। এ বিষয়ে প্রকৌশলী আবু রায়হান বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করে। পরে বুধবার পুলিশ আদালতের মাধ্যমে নাফিউলকে কারাগারে পাঠানো হয়।
রেজাউল করিম রেজা/এমআরআর/এমকেএইচ