করোনার টিকা গ্রহণে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করেননি তারা ৩০ মে’র মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
তিনি বলেন, ‘গত ২৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল। অনেক শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা ৩০ মে পর্যন্ত করতে পারবেন।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, তৃতীয়বারের মতো গত ১৭ মে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রজ্ঞাপনে বলা হয়, যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং যে সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী (বয়স ৪০-এর বেশি) রেজিস্ট্রেশন করেছেন বা টিকা নিয়েছেন তারা ব্যতীত যে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী এখনও রেজিস্ট্রেশন করেননি, তারা ২৫ মে’র মধ্যে তা সম্পন্ন করবেন। তবে রেজিস্ট্রেশন অপেক্ষাকৃত কম সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারী প্রধান কম্পিটার ইনস্ট্রাক্টর ড. নাঈম মোর্শেদ বলেন, ‘গত ২৫ মে পর্যন্ত মোট রেজিস্ট্রেশন পড়েছে প্রায় ৬ হাজার। রেজিস্ট্রেশন কম পড়ায় মেয়াদ আরও বাড়ানো হয়েছে।’
রায়হান মাহবুব/এসআর/জেআইএম