বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ফল্টু মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফল্টু মিয়া বগুড়ার গাবতলী উপজেলার চারাধিকা গ্রামের কিসামত মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্চার্জ এ কে এম বানিউল আনাম বলেন, শনিবার দুপুরে ফল্টু মিয়া মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে শেরপুরে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে মোটরাসাইকেলে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
এসএমএম/জিকেএস