দেশজুড়ে

বাজার কমিটির সাবেক সভাপতিসহ তিনজনকে কুপিয়ে জখম

মেহেরপুরের গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক ও তার ছেলেসহ তিনজনকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে গাংনী বাজারের এস এম প্লাজায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এস এম প্লাজার সাথী গার্মেন্টস মালিক হেলাল উদ্দীন ও তার ভাই বেলাল হোসেন মিলে এক কর্মচারীকে মারধর করে। বিষয়টির প্রতিবাদ করেন একই মার্কেটের চশমা ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক সভাপতি হাজিজুর রহমান মানিক। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল, তার ভাই বেলাল ও ভাতিজা সাবরি হোসেনসহ তাদের লোকজন মানিকের উপর চাপাতি দিয়ে হামলা চালায়। মানিককে বাঁচাতে তার ছেলেসহ কয়েকজন ব্যবসায়ী এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা।

গাংনী হাসপাতাল সূত্রে জানা গেছে, মানিকের মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মানিক ও তার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশ মার্কেট বন্ধ এবং মার্কেটের সামনে থাকা হামলাকারীদের একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, হামলাকারীদের আটকের জোর চেষ্টা চলছে।

আসিফ ইকাবল/এএইচ/জিকেএস