প্রেমিকার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রেমিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ মে) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে টাঙ্গাইলের পূর্ব উপজেলা থেকে তাকে গ্রেফতারর করা হয়।
গ্রেফতার যুবকের নাম সারোয়ার আরিফ ওরফে আলিফ। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল বিলবোকা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের মাঝামাঝি সময়ে ভুক্তভোগী নারীর সঙ্গে আলিফের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরে তারা দুজনে নাটোর জেলায় দেখা করেন। ওই দিনই তারা কুষ্টিয়াতে ঘুরতে যান। সেখানে একটি আবাসিক হোটেলে একসঙ্গে রাত যাপন করতে বাধ্য করেন আলিফ। এতে ওই নারী ক্ষিপ্ত হলে আলিফ বিয়ের প্রলোভন দেয়। রে তাদের প্র্রেমের সম্পর্ক স্থায়ী হয়।
পরবর্তীতে তারা খুলনা, সুন্দরবন, সেন্টমার্টিন, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সাত দিনের ট্যুরে তারা সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে হোটেল রুমে থাকাকালীন ওই নারীর কিছু অশ্লীল ছবি ধারণ করেন আলিফ। ভুক্তভোগী ওই নারী চাকরির সুবাদে টাঙ্গাইল জেলায় বদলি হলেও সেখানে গিয়ে বাসা ভাড়া করে থাকতেন আলিফ। আর সেই বাসায় ওই নারীকে থাকতে বাধ্য করতেন।
গত ঈদের সময় থেকে বিভিন্ন কারণে ওই নারী আলিফের সঙ্গে যোগাযোগ করেননি। এতে ক্ষিপ্ত হয়ে আলিফ তার কাছে থাকা অশ্লীল ছবিগুলো তার ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডি থেকে ছেড়ে দেন। ম্যাসেঞ্জারের মাধ্যমে ওই নারীর বন্ধু-বান্ধব, অফিস স্টাফসহ আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৭ মে) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ওই নারী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) আব্দুর রাজ্জাক বলেন, আলিফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোনে থাকা ভুয়া ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার প্রমাণ পাওয়া গেছে।
আরএইচ/এমকেএইচ