দেশজুড়ে

বগুড়ায় ব্রিজের নিচে রাখা অস্ত্র উদ্ধার

বগুড়ার ধুনটে বাঙালি নদীর ব্রিজের নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩১ মে) দুপুরে র‌্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগতর রাতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। ধুনট-বগুড়া আঞ্চলিক সড়কের বেড়েরবাড়ি বাবুবাজার এলাকায় বাঙালি নদীর ব্রিজের নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, র‌্যাবের উদ্ধার করা অস্ত্রগুলো থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

আরএইচ/এএসএম