চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও চার বাংলাদেশি। বুধবার (২ জুন) চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, দেশে ফেরা চারজনকে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) ঝিনাইদহ হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ চেকপোস্ট দিয়ে এখন পর্যন্ত ভারতে আটকে পড়া ৭৪৬ বাংলাদেশি ফিরেছেন। এদের মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এমকেএইচ