দেশজুড়ে

শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহাদত হোসেন (৫০) ঢাকার খিলগাঁও এলাকার আব্দুল মোত্তালেব হোসেনের ছেলে। বুধবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর বাজারস্থ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাহাদত হোসেন মোটরসাইকেল চালিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর বাজারস্থ ফিলিং স্টেশনের সামনে স্থানে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় একইদিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় শেরপুর থানায় দুর্ঘটনাজনিত মামলা করা হবে বলেও জানান তিনি।

ইএ