দেশজুড়ে

ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি

বগুড়ায় দলীয় কর্মসূচীতে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে কেউ আহত হয়নি বলে দাবি করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। তবে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দলীয় একাধিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বগুড়ায় জেলা ছাত্রদল। এসময় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দুপক্ষের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হয়েছে।

আরএইচ/এমকেএইচ