নাটোরের লালপুরে পাগলা শিয়ালের কামড়ে আহত হয়েছেন ডলি খাতুন (২৫) ও তার ছেলে জিহাদ (৫)। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ডলি ও জিহাদ যথাক্রমে ওই গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা জানান, ডলি খাতুন এবং তার ছেলে জিহাদ বিকেল ৩টার দিকে বাড়ির পাশে নদীর ধারে ধঞ্চের পাতা কাটতে যান। হঠাৎ করেই একটি শিয়াল এসে পাগলের মতো ছোটাছুটি করে তাদের কামড়াতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক শামিম উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।’
রেজাউল করিম রেজা/ইএ