পঞ্চগড়ে বালুবাহী ট্রাকচাপায় নুর নেহার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর নেহার উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকার ইউনুস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উপজেলার ভজনপুর ইউনিয়নের সরদারপাড়া থেকে দাওয়াত খেয়ে দুই ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ভজনপুর-পঞ্চগড় সড়কে পৌঁছালে বালুভর্তি ট্রাকের কারণে মোটরসাইকেল থেকে তিনজন পড়ে যান। এসময় বৃদ্ধার নুর নেহার ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা যান।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সফিকুল আলম/আরএইচ/এমকেএইচ