খেলাধুলা

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা আজ শুরু

এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। বিকেল ৩টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি প্রিন্সিপাল হামিদা আলী।টুর্নামেন্টে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপিসহ ২৯টি জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল অংশ নিবে। ৮টি গ্রুপে তারা প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।একে