বগুড়া শহরের বিয়ের জন্য চাপ দেয়ায় এলিজা (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) দিবাগত রাত সোয়া ৩টায় কাটনারপাড়া এলাকার একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
রোববার (৬ জুন) সকালে তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মৃত এলিজা গাইবান্ধার আব্দুস সাত্তারের মেয়ে। সে প্রায় ১০ বছর ধরে বগুড়ার কাটনারপাড়ার গোলাম মোস্তাফার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া বলেন, রাতে খবর পেয়ে কাটনারপাড়ার ওই বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় কিশোরীর মরদেহ পাওয়া যায়।
বাড়িওয়ালা ও পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘এলিজা গোলাম মোস্তাফার বাড়িতে প্রায় ১০ বছর ধরে গৃহকর্মী হিসেবে ছিল। বেশ কিছুদিন ধরে এলিজার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য চাপাচাপি করছিল। কিন্তু তিনি এখনই বিয়ে করতে চাচ্ছিল না’।
পুলিশ পরিদর্শক সুজন জানান, মেয়েটির বাবাকে খবর দেয়া হয়েছে। কিন্তু তারা এখনও আসেননি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এসএমএম/এমকেএইচ