নওগাঁর সাপাহারে বজ্রপাতের বিকট শব্দে জাম গাছের ডাল থেকে পড়ে হোসেন আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসেন আলী ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের জামগাছে ওঠে হোসেন আলী। হঠাৎ বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হলে সে গাছ থেকে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার গাছের ডাল থেকে পড়ে কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
আব্বাস আলী/আরএইচ/এএসএম