রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুল ইসলাম জানান, পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে এলাকাবাসী খবর দেয়। তবে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।জেইউ/জেডএইচ/এমএস