নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ জোসনা (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে উদ্ধারের পর বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) রাত ৮টায় তাকে উপজেলার মতিজাপুর গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
জানা যায়, সোমবার (৭ জুন) সন্ধ্যার পর প্রতিবন্ধী ওই তরুণী উপজেলার বাগধানা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা বিষয়টি নওহাটা পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে জিজ্ঞাসাদ করেন। এসময় তিনি নিজের নাম বলতে পারলেও আর কিছু বলতে পারছিলেন না।
পরে মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিনের নির্দেশনায় ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এরপর এসআই জিয়াউর রহমান বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী তরুণীর পরিচয় বা পরিবারের খোঁজ দেয়ার জন্য সহযোগিতা চেয়ে ছবি প্রকাশ করেন। সেখান থেকে ওই তরুণীর নাম ও ঠিকানা উপজেলার মতিজাপুর গ্রামের বাড়ি বলে নিশ্চিত হওয়া যায়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান বলেন, ‘সোমবার সকাল ৭টার দিকে জোসনা নামের এক তরুণী বাড়ি থেকে নিখোঁজ হয় বলে পরিবারের কাছ থেকে জানতে পারি। তিনি মানসিক প্রতিবন্ধী বলে তারা জানায়। ওই নারীকে উদ্ধারের পর ওসি স্যারের নির্দেশনায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।’
আব্বাস আলী/এসএমএম/এমকেএইচ