গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে ঘরের পাটকাঠির বেড়া কেটে মনিষা মালো নামের ৩ বছরের শিশু চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে।
শিশুর মা বিনা মালোর ভাষ্য, রোববার রাতে তিনি মেয়েসহ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে তিনি জেগে উঠে দেখেন মেয়ে নেই এবং ঘরের বেড়া ভাঙা। কে বা কারা তার মেয়েকে চুরি করে নিয়ে গেছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিন বছরের একটি শিশু চুরির অমানবিক ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।
এসআর/এএসএম