বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) ঘটনাস্থলে দুটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার করুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ংচা পাড়া ও মাংলুম পাড়া ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। বিশুদ্ধ খাবার পানির সংকট ও প্রচণ্ড গরমে এ এলাকার দশটি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক নারী-পুরুষ। রোববার ও সোমবার দুদিনে পাড়া গুলোতে ডায়রিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকেল টিম পৌঁছেছেন।
পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সদস্য ম্রো গবেষক সিইয়ং ম্রো বলেন, পাড়া দুটিতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এখানে সাতজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, প্রচণ্ড গরম ও দূষিত পানির কারণে দুর্গম পাড়াগুলোতে মৌসুমি ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। করুকপাতা ইউনিয়নের ডায়রিয়ায় সাতজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
আরএইচ/এমকেএইচ