রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে মাহমুদুল হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের আড়ং সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।
আহতের বোনজামাই মশিউর রহমান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হৃদয়সহ তিন-চারজন আমার শ্যালককে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে পুলিশ আমাদের ফোন করে খবর দেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সেখান থেকে হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে সে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
তিনি জানান, আহত হাসান আদাবরের শেখেরটেক এলাকার সাত নম্বর রোডের ৪২ নম্বর বাসায় থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদপুর থেকে রক্তাক্ত অবস্থায় মাহমুদুল হাসান নামে এক যুবক এসেছে। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
এমআরআর/এমকেএইচ