অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং সরবরাহ করার অপরাধে জয়পুরহাট পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও র্যাবের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উত্তম মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, মাজেদুল মিষ্টি ভান্ডারকে ২০ হাজার টাকা, শ্রী নিরঞ্জন দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মিষ্টি ও দই তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস