ঝিনাইদহের মহেশপুরের ১০০ দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
রোববার (২০ জুন) সকাল ১০টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন, ‘গ্রামে অসহায় মানুষের সুপেয় পানি নিশ্চিতে কাজ করছে দোস্ত এইড বাংলাদেশ। তাদের এ কাজ প্রশংসনীয়। আগামীতেও তারা অসহায় মানুষের সেবায় কাজ করবে বলে প্রত্যাশা করি।’
অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শেখ জসিম উদ্দিন বলেন, ‘দোস্ত এইডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখে আমি আনন্দিত। দেশের বিভিন্ন জেলার মতো আমার নিজের জেলা ঝিনাইদহে তাদের এ কার্যক্রম শুরু করায় ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন পদক্ষেপের সঙ্গে দোস্ত এইডের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করছে।’
এ সময় দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির আহমেদ মুহিত বলেন, ‘মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিতে দোস্ত এইড কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছি। এছাড়া স্কুল, মসজিদ ও মাদরাসা নির্মাণ করে অসহায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। জেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমকেএইচ