দেশজুড়ে

দাফনের ১৮ দিন পর রিকশাচালকের মরদেহ উত্তোলন

দাফনের ১৮ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর থেকে রিকশাচালকের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার দামদোরপুর গ্রাম থেকে মরদেহটি তোলা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গত ১৫ মে (শনিবার) ঋণের ৩৫ হাজার টাকা দিতে না পারায় পাশের বাড়ির দাদন ব্যবসায়ী আলমগীর, রঞ্জু, সন্জু, মনজু, মিন্টু ও আঙ্গুর মিয়া নির্যাতন করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে তিনি ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুন (বৃহস্পতিবার) বিকালে তিনি মারা যান।

এরপর গত ১৬ জুন (বুধবার) ছকু মিয়ার ছেলে মোজাম্মেল হক সাদুল্যাপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলা করেন। আদালতের বিচারক শবনম মুস্তারী মামলা রেকর্ডভুক্ত করে ছকু মিয়ার মরদেহ উত্তোলন করে ২৩ জুনের মধ্যে ময়নাতদন্তের নির্দেশে দেন।

তিনি আরও বলেন, গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেনের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম