দেশজুড়ে

‘জল্লার’ সৌন্দর্যবর্ধনে কাজ শুরু

সিলেটের ‘জল্লা’ জলাশয় সংরক্ষণ করে সেটির সৌন্দর্যবর্ধনে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, নগরীর ‘জল্লা’ হবে সিলেটের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক স্থান। জলাশয়টি সংরক্ষণে চারপাশে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এসময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর ও মো. শামসুল হক পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের একান্ত সচিব মো. সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/আরএইচ/এমএস