দেশজুড়ে

তৃতীয় প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও ইয়ামিন

আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদায়নের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সোমবার (২১ জুন) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. ইয়ামিন হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ইয়ামিন হোসেন বান্দরবান জেলার রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পদায়ন করে গত ১৫ দিনে ৩টি প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। এরমধ্যে দুইটি বাতিল করা হয়।

এর আগে, ২৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এরপরই গত ৭ জুন রুমানা আক্তারকে এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

এরপর সেই প্রজ্ঞাপনটি বাতিল করে রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। পাশাপাশি একই প্রজ্ঞাপনে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সবশেষ ১৬ জুন রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাইফুল ইসলাম মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের প্রজ্ঞাপনটি বাতিল করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। একই সঙ্গে ইয়ামিন হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস