দেশজুড়ে

৫ লাখ টাকা হলেই ভালো হবে রাফাতের দুই ভালভ

শিশু আশিকুজ্জামান রাফাত (১১)। এ দুরন্ত শৈশবে তার সারাক্ষণ খেলাধুলায় মত্ত থাকার কথা ছিল। কিন্তু সে এখন হৃৎপিণ্ডের জটিল সমস্যায় শয্যাশায়ী।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, তার হৃৎপিণ্ডের দুটি ভালভই নষ্ট হওয়ার উপক্রম।

সাধারণত মানুষের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ২৫-এর নিচে নামলে বাঁচে না। রাফাতের হৃৎপিণ্ডের বর্তমান কার্যক্ষমতা ২৯।

এ অবস্থায় চিকিৎসকরা বলেছেন, দ্রুত রাফাতকে অপারেশনের ব্যবস্থা করতে হবে। এ অপারেশন করাতে তার অভাবী পরিবারকে গুনতে হবে পাঁচ লাখ টাকা।

রাফাতের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবতলা গ্রামে। শৈলকূপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে।

তার বাবা রজব আলী মণ্ডল দরিদ্র কৃষক। বড় বোন রুপালি খাতুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। এছাড়া ছোট বোন রজনী খাতুন এইচএসসি পরীক্ষার্থী।

কৃষক বাবা ছাড়া তার পরিবারের এমন কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই, যিনি তার চিকিৎসার ব্যয়ভার বহন করবেন। ইতোমধ্যে রাফাতের বাবা নিজের জমি বিক্রি করে দুই লাখ টাকা জোগাড় করেছেন। কিন্তু বাকি টাকা কোথায় পাবেন? এসব চিন্তায় তিনিও এখন দিশেহারা।

রাফাতের বড় বোন রুপালি খাতুন বলেন, ‘টাকা জোগাড় করতে না পেরে শুধু ওষুধই সেবন করাচ্ছি ছোট ভাইকে। আমার পরিবার কিছু টাকা জোগাড় করেছে, কিন্তু বাকি টাকা কোথায় পাব? টাকার জন্য আমার ভাইকে কি বাঁচাতে পারব না? সমাজের বিত্তবানদের আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

রাফাতকে সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৯৯১৮৮১৭৬০ (পার্সোনাল) সহায়তা পাঠাতে পারেন। 

জেডএইচ/এএসএম