ঢাকার ধামরাই-বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন অফিসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন চারজন। এদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে অফিসের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ডাকাতি করা হয়। এ সময় তারা ছয়টি ট্রান্সফরমার, তার, কম্পিউটার, টাকা ও মোবাইল সেট কাপড়-চোপড়সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
জানা যায়, ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন অভিযোগ কেন্দ্র ও সাব স্টেশনে ভোরে ১২-১৫ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকেন। এরপর অফিসের চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ও তাদের মারধর করেন তারা।
পরে এ ঘটনায় আহত চারজনের মধ্যে লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
খবর পেয়ে ধামরাই থানাধীন কাওয়ামীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘কয়েকটি ট্রান্সফরমারের ভেতরের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘ডাকাতরা ডিবি পুলিশ পরিচয়ে অফিসে ঢুকে স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে ট্রান্সফরমারের তার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।’
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. হারুন বলেন, ‘অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা থানা পুলিশকে ব্যাপারটি জানিয়েছি। মামলা করা হবে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসাব করে বলতে হবে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
আল-মামুন/এসএমএম/জিকেএস