ফরিদপুরের ভাঙ্গায় চাঁদা না দেয়ায় অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহসিনউদ্দিন ফকির বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪৫) ও পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা মনিরুল হক মোল্যা (৬১)।
মামলা সূত্রে জানা গেছে, ১২ জুন শহিদুল ইসলাম ও মনিরুল হক তার অফিসে আসেন। সাংবাদিক পরিচয়ে ডিএসএফ’র মাতৃ স্বাস্থ্য ভাউচারের স্কিমের টাকা আত্মসাৎ করা হয়েছে জানিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেন। এরপর চাঁদা না দেয়ায় গত ২৩ ও ২৪ জুন তারা ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালান।
এ প্রসঙ্গে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও ভিত্তিহীন প্রচারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’
এ কে বি নয়ন/এসজে/এএসএম