ফরিদপুরে গাঁজার গাছসহ শিপন মালিথা (৩৫) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শিপন মালিথা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম কামালের বাড়ি দেখাশোনার কাজ করেন কাজ করেন।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, বাড়িটির মালিক সাইফুল ইসলাম কামাল ও তার ছোট ভাই মাজহারুল আলম চঞ্চল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির পিছনের বাগান থেকে পাঁচটি গাঁজা গাছসহ কেয়ারটেকার শিপন মালিথাকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে সাইফুল ইসলাম কামাল বলেন, আমরা কেউ বাড়িতে থাকি না। বাড়িতে শুধু আমার এক ভাবি থাকেন। তিনি একজন শিক্ষিকা। আমার ছোট ভাই মাজহারুল আলম চঞ্চল বাড়ির সবকিছু দেখাশুনা করেন। বাগান দেখাশোনার জন্য ছোট ভাই মহেশপুর এলাকার শিপন নামের এক কেয়ারটেকার নিয়োগ দেন। সেখানে হয়তো ওই ছেলেটাই গাঁজার গাছগুলো লাগাইছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমকেএইচ