দেশজুড়ে

দখলে থাকা বন বিভাগের ৩০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে বেদখল হয়ে যাওয়া বন বিভাগের ৩০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুন) কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় অভিযান চালিয়ে তিন একর বনের জমি উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি দোকানও উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বোর্ডমিল এলাকায় বন বিভাগের তিন একর সরকারি জমিতে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে খাদেম আলী নামে একটি মার্কেট গড়ে তোলেন। সেখানে ৭০টি দোকান নির্মাণ করে বাজার বসানো হয়।

মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান গুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেন। এ সময় ৩০ কোটি টাকা মূল্যের বনবিভাগের তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়।

অভিযানকালে গাজীপুরের সহকারী বন সংরক্ষক সাজেদুল ইসলাম, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা মো. শরিফুল রহমান খান চৌধুরী, মৌচাক বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক, চন্দ্রা স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, রঘুনাথপুর বিট কর্মকর্তা নূর মোহাম্মদসহ বন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের তিন একর জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম