দেশজুড়ে

ধসে পড়ল ডুলাহাজারা সাফারি পার্কের নিরাপত্তা দেয়াল

টানা ভারি বর্ষণে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের দক্ষিণ-পূর্বাংশের নিরাপত্তা দেয়ালের বিশাল অংশ ধসে পড়েছে। এতে নিরাপত্তা হুমকিতে পড়েছে পার্কে থাকা জেবরাসহ নানা জাতের প্রাণী। বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে দেয়াল ধসের ঘটনা ঘটে।

দেয়ালের পার্শ্ববর্তী বিল থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে গর্ত সৃষ্টি হওয়ায় পানির স্রোত তীব্র হয়ে নিরাপত্তা দেয়ালটি ভাঙনের কবলে পড়ে বলে জানিয়েছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী।

সূত্র জানায়, বুধবার (৩০ জুন) সকাল থেকেই থেমে থেমে ভারি বৃষ্টিপাত হয়। সারাদিনের মতো রাতেও চলে অবিরাম বর্ষণ। বৃহস্পতিবার ভোরের দিকে নিরাপত্তা দেয়ালের বিশাল অংশ ধসে পড়ে।

সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী জানান, দেয়াল ভাঙলেও পার্কের ভেতরে থাকা প্রাণীরা নিরাপদ রয়েছে। তিনি বলেন, সরকারি স্থাপনার পাশ থেকে এভাবে মাটি কাটা সমীচীন নয়। জমির মালিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফরমান আলী জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম