দেশজুড়ে

গাজীপুরে ট্রাকচাপায় তিতুমীর কলেজছাত্রের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ট্রাকচাপায় সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় সিটি করপোরেশনের নাওজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাকুরুল ইসলাম ওরফে সায়েল (২৫)। তিনি সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এবিএম রফিকুল ইসলামের ছেলে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, কলেজছাত্র শাকুরুল ইসলাম পরিবারের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সে মোটরসাইকেল নিয়ে চান্দনা চৌরাস্তা থেকে কোনাবাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে নাওজোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসন থাকায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস