যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের সভাপতি হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীম হাসান ও সচিব হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সম্রাট শাহ দুর্জয়কে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী, সভাপতি ও সচিব হিসেবে তাদের কার্যক্রম শুরু হয়েছে।
ক্লাবের রোটারী বর্ষ ২০২১-২২ এর বোর্ড মেম্বাররা হলেন, সহ-সভাপতি হুমাইরা নাজনীন, যুগ্ম সচিব মারিয়া আহমেদ মীম, জান্নাতুজ জোহরা ও আব্দুল বাকে আহাদী, কোষাধ্যক্ষ ঈশিতা ইসলাম মৌলি, সম্পাদক আল সানি, যুগ্ম সম্পাদক আবির হাসান তালুকদার, সদ্য সাবেক সভাপতি মেহেদী রাহাত মাসুম, ক্লাবসেবা পরিচালক এস এম মুক্তাদির, ক্লাব প্রজেক্ট ডেভলপমেন্ট জান্নাতুল তাসমিয়া, যুগ্ম ক্লাব প্রজেক্ট ডেভলপমেন্ট সাগর হোসেন, আন্তর্জাতিক সেবা পরিচালক আফসানা জামান সিম্মী, সমাজসেবা পরিচালক মোহাম্মদ উসামাহ, যুগ্ম সমাজসেবা পরিচালক মো. তানভীর আলম জয়, অর্থসেবা পরিচালক মো. শাদীদুল ইসলাম, পেশাগত সেবা পরিচালক আজমাইন মোহতাদী জোয়ার্দার, যুগ্ম পেশাগত সেবা পরিচালক জসিম হাওলাদার, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস সাদমান সাকিব খান এবং অতিরিক্ত সার্জেন্ট অ্যাট আর্মস আতিকুর রহমান ও সালমামুন আহমেদ। আর ক্লাবের উপদেষ্টা হিসেবে থাকছেন পিয়াস বিশ্বাস, নাজনীন সুলতানা ও রাসেল আজাদ।
উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে প্রথম রোটার্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’– এ স্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টিরও অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের এ যুব সংগঠনটি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এ সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠনটি।
এসএমএম/এমএস