দেশজুড়ে

‘ঝিকরগাছায় যাচ্ছি’ বলে নিখোঁজ ভ্যানচালক আলমগীর হোসেন

‘শোনো, আমি ঝিকরগাছাতে একটা ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে দুপুরের ভেতরে বাসায় এসে ভাত খাব। তুমি রান্না করে রেখ।’ মোবাইলে স্ত্রীর সঙ্গে কথাগুলো বলে ইঞ্জিনচালিত ভ্যানে করে কাজে রওনা দেন আলমগীর হোসেন উজ্জ্বল (২০)। শেষ এই ফোনকলটির পরে তার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

শনিবার (৩ জুলাই) সকালে স্ত্রীর সঙ্গে কথাগুলো বলে কাজে বের হওয়ার পর থেকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ রয়েছেন এই যুবক। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি আলমগীর হোসেনের। নিখোঁজ আলমগীর হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

নিখোঁজ আলমগীর হোসেনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে ভ্যান নিয়ে কাজে বের হন আলমগীর হোসেন। কাজে বের হয়ে সব সময় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। ঘটনার দিনও কাজে বের হয়ে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন। ফোনে দুপুরে বাড়িতে ফিরে আসার কথা জানান। অথচ আর ফিরে আসেননি আলমগীর হোসেন। শেষ কলের পর থেকেই বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন। আলমগীর হোসেনের খোঁজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার স্ত্রী-সন্তানসহ স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে না পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মেজবাহ আহম্মেদ বলেন, আমরা বিভিন্নভাবে তার খোঁজখবর নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জামাল হোসেন/এসআর/জিকেএস