নওগাঁর সাপাহারে জান্নাতুন (১৩) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুলাই)দুপুরে শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুন উপজেলার কোচ কুরুলিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ বলেন, জান্নাতুন তার নানা সাহেব আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। দুপুরে পরিবারের লোকজন ঘরে প্রবেশকরে জান্নাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারাথানা পুলিশকে খবর দেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম