সাতক্ষীরার কলারোয়ায় পাওনা নিয়ে বাগবিতণ্ডায় প্রতিপক্ষের ঘুষিতে রেজাউল ইসলাম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ওফাপুর গ্রামের মাজেদ ঢালী একই গ্রামের রেজাউল শেখের কাছে ১২০০ টাকা পাওনা ছিলেন। বুধবার রাতে এ বিষয় নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাজেদ ও তার ছেলে উজ্জ্বলসহ কয়েকজন রেজাউল ইসলামের ওপর হামলা করে। এ সময় উজ্জ্বলের এক ঘুষিতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আহসান রাজিব/এসজে/এমকেএইচ