লক্ষ্মীপুরের কমলনগরে দুইদিন ধরে অসুস্থ অচেনা নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি কোন কথা বলছেন না। এমনকি চোখও খুলছেন না। তবে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত তার কোনো নাম-পরিচয় বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
উপজেলার হাজিরহাট বাজারের পশ্চিম পাশে ফলকন এবাদুল্লাহ পাড়ার মক্তবের মেঝেতে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। এর আগে বুধবার রাতে তিনি ওই মক্তবে এসে আশ্রয় নিয়েছেন।
তবে কোথায় থেকে, কিভাবে তিনি আসছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স অনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
এবাদুল্লাহ পাড়ার বাসিন্দা কলেজছাত্র আফরোজ হৃদয় জানান, বুধবার রাতে অসুস্থ ওই নারী মক্তবে এসে আশ্রয় নিয়েছেন। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। কথা বলতে পারেন না। দুইদিন ধরে চোখও খুলছেন না। তার শ্বাস-প্রশ্বাস থাকলেও নাড়াছাড়া করছেন না।
স্থানীয় কয়েকজন নারী অচেনা অসুস্থ ওই নারীর সঙ্গে কথা বলার ও খাবার খাওয়ানোর চেষ্টা করেও পারেননি। ফেসবুকে তার ছবি পোস্ট দিয়ে স্বজনদের সন্ধান চেয়েছেন স্থানীয় লোকজন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, অসুস্থ নারী পড়ে থাকার বিষয়টি কেউ আমাকে জানায়নি। এখন খবর নিয়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে।
এমআরএম