দেশজুড়ে

নওগাঁয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি প্রতিবাদ

ফের ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহাসিক লড়াই হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরানো এ লড়াই ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণের জায়গা। সারাবিশ্ব যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকে তাদের প্রিয় দু’দলের দ্বৈরথ দেখার জন্য। এ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও বিরাজ করে টান টান উত্তেজনা। আবার অনেক সময় এ খেলাকে কেন্দ্র করে দেশের অনেক স্থানে ঘটে সহিংসতাও।

তবে বিশ্ব ফুটবলের যেকোনো আয়োজনে বাংলাদেশে সবচেয়ে বেশি উত্তেজনা লক্ষ করা যায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। এ সময় পছন্দের দু’দলকে নিয়ে নানা তর্ক-বিতর্কে মেতে উঠেন সমর্থকরা। তবে স্ট্যাম্পে স্বাক্ষর করা অঙ্গীকারনামা করে বিপক্ষ দলের সঙ্গে তর্কে না জড়ানোর বিষয়টি কিছুটা ভিন্ন। এবার সেই অঙ্গীকারনামার বিপক্ষে প্রতিবাদ লিপি দেয়ার ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে সই করেন নওগাঁর নিয়ামতপুরের আব্দুল্লাহ আল বাকি নামের এক ব্রাজিল সমর্থক। ওই স্ট্যাম্পে সাক্ষী হিসেবে আরেক ব্রাজিল সমর্থকের স্বাক্ষরও রয়েছে।

স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এ মর্মে অঙ্গীকার করছি যে, এ দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না।’

এরই প্রেক্ষিতে আর্জেন্টিনার সর্মথকরাও বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান। আর্জেন্টিনার সমর্থকদের পক্ষ থেকে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেপন্ডিত প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদে স্পষ্টভাবে এ তথ্যগুলো বলতে চাই যে, ব্রাজিলের সমর্থকরা আজ হয়তো ভুলে গেছে তারা সর্বশেষ কবে ফিফার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ব্রাজিলের সমর্থকরা হয়তো জানেন না যে, আমরা কোপা আমেরিকায় ১৪ বারের চ্যাম্পিয়ন। আমি আমার বক্তব্যে আরও বলতে চাই যে, ব্রাজিলের সমর্থকরা মেসির কথা বললেই বোকার মতো আমাদের দিকে তেড়ে আসেন।’

   

এ সময় তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার সব কিংবদন্তি খেলোয়ার সারাবিশ্বের ফুটবলকে পরিপূর্ণতা দিয়েছে, যা মেনে নিতে পারেন না ব্রাজিলের সমর্থকরা। এভাবে তারা নিজেদের মূর্খতার প্রমাণ দেন। আরেকটি বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, ব্রাজিলের শ্রেষ্ঠ অর্জন সাত গোল খাওয়ার পেছনে তারা জার্মানির চেয়ে আর্জেন্টিনাকে বেশি দায়ী মনে করেন।’

‘পরিশেষে আমরা বাংলাদেশসহ সারাবিশ্বের আর্জেন্টিনা প্রেমীদের পক্ষ থেকে তাদের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

কেন এ প্রতিবাদ লিপি?- এ বিষয়ে জানতে চাইলে মেপন্ডিত জানান, গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে সই করেন এক ব্রাজিল সমর্থক। এতে আমরা বিব্রতবোধ করছি। আমরা নির্বোধ নয়। আমরা ব্রাজিল সর্মথদের সঙ্গে কখনো তর্কে জড়াই না। তারাই আমাদের সঙ্গে তর্কে জড়ানোর চেষ্টা করছে, যা দুঃখজনক। ব্রাজিল সর্মথকরা নিজেদের নিবোর্ধ প্রমাণ করেছেন ওই অঙ্গীকারনামা প্রকাশ করে।’

তিনি আরও বলেন, আর্জেন্টিনা যে ১৪ বারের চ্যাম্পিয়ন। তা কী তারা ভুলে গেছেন? আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, খেলা দেখুন, কোন দল কেমন খেলছে তা দেখুন। কথায় নয় মাঠে প্রমাণ দেবে আর্জেন্টিনা। আমরা আশাবাদী ফাইনাল খেলায় শিরোপা আর্জেন্টিনার ঘরেই আসবে। ফুটবল মানেই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানেই মেসি।’

উল্লেখ্য, ১৯১৪ সাল এখনও পর্যন্ত থেকে মোট ১১০ বার একে-অপরের বিরুদ্ধে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যার মধ্যে ৫১ বার জয় পেয়েছে ব্রাজিল আর ৩৪ বার জিতেছে আর্জেন্টিনা। এদিকে ড্র হয়েছে তাদের মধ্যকার ২৫টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে এ দুই দল। আর কোপাতে ৩৩ বার মুখোমুখি হয়েছে তারা একে-অপরের বিরুদ্ধে যার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে ব্রাজিল। অনেকবার দু’দেশের মধ্যে লড়াই হয়েছে। তবে সেটা শুধু ফুটবলের মাঠেই ।

কোপা আমেরিকায় আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এখন ফুটবলপ্রেমীদের প্রতিক্ষা কে ছিনিয়ে নিবেন বিজয়ের মুকুট?

আব্বাস আলী/এসএমএম/এমএস