মামলা জটিলতার কারণে মেহেরপুরের গাংনীর কাষ্টদহ গ্রামে ভূমিহীনদের নামে বরাদ্দ দেয়া প্রধানমন্ত্রীর উপহারের তিনটি ঘরে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী বরাদ্দকৃত খাস জমি নিয়ে মামলা করায় সিংহভাগ নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর আর কাজ সম্পন্ন করতে পারেননি উপজেলা প্রশাসন।
তবে প্রশাসন বলছে, শিগগিরই মামলাটি নিষ্পত্তি করে নির্মাণ কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, এ উপজেলার কাষ্টদহ গ্রামের ইসরাফ আলীর মেয়ে জরিনা ও আঙ্গুরা এবং একই গ্রামের পন্ডিত দাসের স্ত্রী লক্ষ্মী দাসের নামে খাস জমি বরাদ্দসহ প্রধানমন্ত্রীর ঘর উপহারের জন্য নির্বাচন করা হয়। সেভাবে শুরু হয় ঘরের কাজ।
ঘর নির্মাণ কাজ শুরুর সময় কেউ কোনো আপত্তি না জানালেও নির্মাণ কাজের শেষ সময়ে ষোলটাকা গ্রামের হবিবর রহমানের ছেলে আতিয়ার রহমান, মোখলেছুর রহমান ও আনিছুর রহমান এবং মতিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ও রিফাত আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান বিবাদী করে চারজনের নামে মোকাম গাংনী সহকারী জজ আদালত বরাবর একটি মামলা দায়ের করেন। মামলা নং- দেং ৫৭/২০২১। মামলার আর্জিতে জমিটি খাস নয় এবং কাস্টদহ মৌজার সিএস ১৮৯ দাগের অন্তর্ভুক্ত। ওই জমিটি উত্তরাধিকার সূত্রে তারা ভোগ দখল করছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জমির উপরে নির্মাণ কাজ স্থগিত রাখার আদেশ জারি করেন। বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্তির পর উপজেলা প্রশাসন ওই নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। সেই সঙ্গে বন্ধ হয় মাটি ভরাটসহ অন্যান্য কাজ।
ইতোমধ্যে নির্মাণাধীন ঘরের চারপাশে পানি জমলে বিভিন্ন জন ফেসবুকে ছবিসহ পোস্ট করলে উপজেলা প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আদালতের নিষেধাজ্ঞা ও মামলা নিষ্পত্তি না হওয়ায় ওই জমিতে নির্মাণাধীন ঘরের বাকি কাজ সমাপ্ত ছাড়াও মাটি ভরাট করা সম্ভব হচ্ছে না। শিগগিরই মামলাটি নিষ্পত্তিকরণ শেষে নির্মাণ কাজ সমাপ্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ঘর বুঝিয়ে দেয়া হবে।
আসিক ইকবাল/এমআরএম/এএসএম